পরাজিত শক্তিকে কেউ রাখেনি, আমরা অতটা অমানবিক হতে পারিনি

বিপ্লবের পর কেউ পরাজিত শক্তিকে রাখেনি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আমরা অতটা অমানবিক হতে পারিনি।

‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে এক বৈঠক শেষে সিনিয়র সচিব সাংবাদিকদের এ কথা বলেন।

ছয় মাস হয়ে যাওয়ার পরও মানুষ এখনো পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছে না- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা অনুভব করি কিছু লোক ভয়ের কারণে করেছে। কিছু যারা ডাইভার্ট ছিল তারা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।

তিনি বলেন, ‘যৌথভাবে সকলে মিলে অপারেশন ডেভিল হান্ট করা হচ্ছে। একটি ফোকাসডওয়েতে কিছু কাজ করবে। যেসব জায়গা থেকে দেশকে পরিস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করবো। সেজন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো নেওয়া হবে ইনশাআল্লাহ। সেজন্য সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং কাজও চলমান রয়েছে। আমরা আজও করেছি এবং এটা চলতে থাকবে।’

সিনিয়র সচিব বলেন, ‘আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো আমরা তো সেই পথে হাঁটতে পারবো না। আমাদের আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে।’

সরকার চায় পুলিশ কোমর সোজা করে দাঁড়াক জানিয়ে নাসিমুল গনি বলেন, পুলিশের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি৷ তাদের অ্যাকটিভলি কাউনসিলিং করছি৷

তিনি বলেন, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা ভালো প্র্যাকটিস রেখে যেতে পারি৷ আর যেন দেশে আয়নাঘর তৈরি না হয়। এ রকম পরিস্থিতি যাতে আর তৈরি না হয়৷ আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন৷

‘আগামী ১১ তারিখ মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সাথে একটি কর্মশালার আয়োজন করা হবে। যেখানে ঢাকা ও গাজীপুরের ১৫০ জন কর্মকর্তা থাকবে।’

ডেভিল হান্টে কারা নেতৃত্ব দেবেন জানতে চাইলে তিনি বলেন, এটা পুলিশি অ্যাকশন৷ পুলিশ কাজ করবে এবং সেনাবাহিনী এতে সহায়তা করবে৷

ডেভিল হান্টে কেউ গ্রেফতার হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, তারা গতকাল থেকে কাজ শুরু করেছে৷ চট করে সবকিছু বলা যাবে না৷ যতদিন প্রয়োজন হয় ততদিন এই অপারেশন রাখা হবে৷

ডেভিল হান্ট অপারেশন যারা পরিচালনা করছে তাদের ক্ষমতা কতটুকু- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাই পাবে৷

Scroll to Top