১৯ দফা ইশতেহার ঘোষণা করলেন বিএনপি প্রার্থী শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার উন্মোচন করেন।

ইশতেহারে শ্যামল সদর ও বিজয়নগর এলাকার সার্বিক উন্নয়নের জন্য নানা অঙ্গীকার করেছেন। এর মধ্যে রয়েছে:

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়ন ও ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু।
তিতাস নদী খনন ও শহরের খাল পরিষ্কার।
ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ বসবাস নিশ্চিত।
নারী ও শিশুদের জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নমূলক প্রকল্প।
মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী শিক্ষা নিশ্চিতকরণ।
শিক্ষিত তরুণদের জন্য জব ফেয়ার ও চাকরি মেলা।
ক্রীড়া ও মাঠের অবকাঠামো উন্নয়ন।
গ্রামে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণ।
শীতকালে গ্যাস সংকট নিরসন ও বিকল্প জ্বালানি ব্যবস্থা।
কৃষিপণ্য বিপণন কেন্দ্র স্থাপন।
সদর ও বিজয়নগরের প্রশাসন দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করা।
নগর ব্যবস্থাপনা উন্নয়নে নতুন বাইপাস ও বিকল্প সড়ক নির্মাণ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলে জিরো টলারেন্স।
সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
সদর হাসপাতালের আধুনিকায়ন ও শয্যা বৃদ্ধি।
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট নিরসন।
যুব সমাজের জন্য আইটি পার্ক ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
সার্বিকভাবে একটি সুশাসনভিত্তিক মানবিক ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও মাদক-চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াই সদর ও বিজয়নগরবাসীর ভবিষ্যৎ বদলের হাতিয়ার।

সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীর উপস্থিত ছিলেন।

Scroll to Top