হঠাৎ বন্ধ করা হয়েছে মুক্তামনির অপারেশন!

বিরল রোগে আক্রান্ত মুক্তামনির শরীরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয় বারের মতো অস্ত্রপচার বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মুক্তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অস্ত্রোপচারে অংশ নেন। অপারেশন শুরু হওয়ার পর পরই তার শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় অস্ত্রোপচার বন্ধ করে দেন চিকিৎসকরা।

এ বিষয়ে ডা. সামান্ত লাল সেন বলেন, সকালে মুক্তামনির শীরের অপারেশন শুরু হলে তার শরীরে হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়। এতে ২০ শতাংশ শেষ করেই বন্ধ রাখা আজকের অস্ত্রোপচার। ঈদুল আজহার পর বোর্ড বসে মুক্তামনির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

গত মাসে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে সরকারি উদ্যোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বিরল রোগে আক্রান্ত শিশুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।

বাংলাদেশ সময় : ১২১৭ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ