রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ত্রাণ পাঠাচ্ছে ইরান

মিয়ানমারে রাখাইন প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য কার্গো বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ইরান। ঢাকায় ইরান দূতাবাসের গণমাধ্যম ও গণযোগাযোগ কর্মকর্তা খন্দকার মো. মাহফুজুল হক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, ইতিমধ্যে দূতাবাস ত্রাণ বিতরণের সব আয়োজনও শেষ করেছে।

ইরানি কার্গো বিমান অবতরণের অনুমতি চেয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ইরান। খুব দ্রুত অনুমতি মিলবে বলে আশা প্রকাশ করে দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, আগামী শনিবার ইরানের ত্রাণবাহী বিমান বাংলাদেশে পৌঁছাবে বলে তারা আশা করছে। ইরানি ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুঁকনো খাবার, ওষুধ ও কাপড়।

এর আগে প্রায় ১ হাজার টন খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ করেছে তুরস্ক। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান এসব ত্রাণ বিতরণ করেন। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভাসুগলো, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিআইকা) প্রেসিডেন্ট সারদার ক্যাম।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর    ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি