রোহিঙ্গা ক্যাম্পের পথে সব দেশের রাষ্ট্রদূত

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশে নিযুক্ত সব দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনটি ছেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সবাইকে ভাড়া করা প্লেনে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা কক্সবাজারে গেলেন। তাদের সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক।

প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তারা বিশেষ বড় বাসে করে আশপাশ পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। পরে বিকেল পৌনে ৫টায় তাদের ওই প্লেনে করেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সীমান্তরক্ষী পুলিশের (বিজিপি) সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘাত শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ শতাধিক রোহিঙ্গা নিহত হন। সহিংসতার হাত থেকে বাঁচতে প্রায় ৩ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। শরণার্থীর স্রোত এখনো অব্যাহত আছে।

এখন পর্যন্ত প্রায় ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, আরও লাখ পাঁচেকের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিতে রাখাইনে অপেক্ষমান আছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম