মানিকগঞ্জে ২০ রোহিঙ্গা উদ্ধার

মিয়ানমার থেকে প্রাণ বাঁচানোর ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চারিগ্রাম ও ধল্লা এলাকায় অভিযান চালিয়ে তিনটি রোহিঙ্গা পরিবারের ২০ সদস্যকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন- ফয়েজুল ইসলাম, আমেনা খাতুন, রাফিয়া বিবি, হাফসা বিবি, আরমান, রুম্মান, আবদুল হান্নান, রুনাত ও হাছিনা আক্তার। সেই সাথে ধল্লা এলাকা থেকে ফিরোজ মুন্সির বাড়ি থেকে আরো ১১ রেহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সকলেই আরাকান রাজ্যের মংডু জেলার মন্ডুকাদের বিল গ্রামের বাসিন্দা।

পরে তাদের পুলিশ সুপার কার্যালয়ে নেয়া হলে কথা বলে নিশ্চিত হয়- তারা মিয়ানমার থেকে প্রাণ বাঁচানোর জন্য এখানে এসে আশ্রয় নিয়েছেন।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার রোহিঙ্গা পরিবারের সদস্যদের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে পুলিশ পাহারায় রাখা হয়েছে। সেখানে সাংবাদিকসহ কাউকে ঢুকতে না দেয়ায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম