ছড়িয়ে পড়া ২০০ রোহিঙ্গা এখন শরণার্থী শিবিরে: আইজিপি

দেশের ভেতর ছড়িয়ে পড়া দুই শতাধিক রোহিঙ্গাকে শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেছেন, কক্সবাজার, উখিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া এসব রোহিঙ্গাকে হাইওয়ে পুলিশের সহায়তায় শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, রোহিঙ্গাদের বাড়ি ভাড়া না দেওয়ার বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন টক শোতে ভিন্ন ভিন্ন মত পোষণ করা হচ্ছে। তারা সেটা করতেই পারেন। তাদের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে সেটা তাদের (রোহিঙ্গা) স্বার্থেই করা হচ্ছে।

আইজিপি বলেন, রোহিঙ্গারা বিদেশি, অন্য দেশের নাগরিক। এদেশে থাকার কোন বৈধ কাগজপত্র তাদের নেই। দেশের প্রচলিত আইন অনুযায়ী, তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর কথা। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মানবিক কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। যাতে তাদের আইডি কার্ড দেওয়া যায়। ডাটাবেজ তৈরি করা যায়। বাইরে থাকলে তো আর এটা করা যাবে না। তারা এ সুবিধা থেকে বঞ্চিত হবে।

সারাদেশে রোহিঙ্গারা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তাদের আটক করে ক্যাম্প ফেরত পাঠানো হচ্ছে বলে জানান আইজিপি।
শহীদুল হক বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলার কথা মাথায় রেখেই দুর্গাপূজা ও আশুরা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন থাকবে বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা ও আশুরা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম