রোহিঙ্গাদের ২ লাখ ৮৬ হাজার ডলার দিলো তুর্কি ব্যাংক

তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক ইসলামিক ফিন্যান্স ব্যাংক কুভেইত টার্ক রোহিঙ্গাদের জন্য ১০ লাখ লিরা (তুরস্কের মুদ্রা) বা ২ লাখ ৮৬ হাজার ডলার সাহায্য দিয়েছে। শুক্রবার তুর্কি রেড ক্রিসেন্টকে ওই সাহায্য হস্তান্তর করে ব্যাংকটি।

ব্যাংকটির জেনারেল ম্যানেজার ইউফুক ইউয়ান বলেছেন, আমাদের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা রোহিঙ্গা মুসলমানদের জন্য এ সাহায্য দিয়েছেন।

তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কারেম কিনিক বলেছেন, ব্যাংকটির যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে এবং অসহায় মানুষদের সাহায্যের আগ্রহ দেখিয়েছে তাতে আমরা সন্তুষ্ট হয়েছি।

বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের পর্যবেক্ষণের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের চোখে আতঙ্ক দেখেছি। তারা পালিয়ে আসার সময় পায়ের জুতা জোড়াও আনতে পারেনি।’

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের মৌলিক অধিকার দিচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের নাগরিক অধিকার নেই। তারা ইউনিভার্সিটিতে যেতে পারে না, এমনকি দুটির বেশি সন্তান নিতে পারে না। তাছাড়া তাদের অন্য কোনো শহরেও যেতে দেওয়া হয় না।’

কিনিক বলেন, তারা মিয়ানমারের এক লাখ রোহিঙ্গার জন্য ২৪ হাজার আশ্রয়শিবির ও মোবাইল টয়লেট নির্মাণ করবেন। চলতি সপ্তাহেই ২০ হাজার পরিবারকে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মগদের সহিংসতার শিকার হয়ে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৪ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে। এ ছাড়া কয়েক হাজার লোক মারা গেছে। জাতিসংঘ এই সহিংসতা জাতিগত নিধন হিসবে আখ্যায়িত করে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময় : ২২১৪ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ