‘দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস’

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় অবস্থিত র‍্যাংগস গ্রুপের বৃহত্তম গাড়ি সংযোগ প্ল্যান্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস। মনে হয় দেখার কেউ নেই।

তিনি বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ইকোনমিক ইন্টেলিজেন্সের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ১৪০টি দেশের রাজধানীর মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। যা যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া, ঘানা, নাইজেরিয়ার রাজধানীর চাইতেও খারাপ। এ দুর্নামের অন্যতম কারণ হল ফিটনেস বিহীন গাড়ি।

এ সময় উপস্থিত ছিলেন, র‍্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ র‍্যাংগস গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময় : ২২২২ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ