রাজধানীর প্রতিটি পূজা মণ্ডপ সিসিটিভির আওতায় থাকবে

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর প্রতিটি পূজা মণ্ডপ এবারে সিসিটিভির আওতায় থাকবে। এছাড়াও প্রতিটি মণ্ডপে আর্চওয়ে থাকবে। দর্শনার্থীদের তল্লাশি করে আর্চওয়ে দিয়ে ঢুকানো হবে এবং মণ্ডপ গুলোতে প্রবেশ ও প্রস্থানের আলাদা গেট থাকবে।

সোমবার চকবাজারের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপের সর্বশেষ অবস্থা দেখতে এসে সংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এই পূজাকে ঘিরে নাশকতার কোন আশঙ্কা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‍তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতা পর্যবেক্ষণ করে আমাদের গোয়েন্দারা কাজ করছে, এবং সুনির্দিষ্ট হুমকি না থাকলেও নাশকতার বিষয়টি মাথায় রেখে পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তার জন্য আমরা সর্বদা প্রস্তুত ।’

এসময় তিনি জানান, রাজধানীতে এবার ৫টি বড় ও ৪টি মাঝারি পূজা মণ্ডপ সহ ২৩১টি পূজা মণ্ডপ থাকবে। এই ৯ টি পূজা মণ্ডপে দেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

উৎসব করবে সম্প্রদায় নিরাপত্তা দেবে রাষ্ট্র উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যেসব এলাকায় পূজা হবে সেখানে পুলিশ ও জনসাধারণের মধ্যে জনসংযোগ ঘটানো হয়েছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী জনসাধারণের নিরাপত্তা বিধানে তৎপর থাকবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান গুড গভর্নেন্স এজন্য নিরাপত্তার স্বার্থে কাউকেই ছাড় দেয়া হবে না।

এসময় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ