মন্ত্রিত্ব হারানোর পর যা বললেন শাজাহান খান

বিদায় নয়, মন্ত্রণালয়ে আজ শেষ কার্যদিবস বলে জানিয়েছেন সদ্য বিদায়ী নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ে আজ শেষ কার্যদিবস জানিয়ে শাজাহান খান বলেন, ‘বিদায় নয়, মন্ত্রণালয়ে আমার আজ  শেষ কার্যদিবস।’

শাজাহান খান আরও বলেন, ‘মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তা খুব বাস্তবমুখী। তার এই অগ্রযাত্রায় সবাই সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছি।’

তার মেয়াদে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার মেয়াদে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনও কিছু প্রকল্প চলমান রয়েছে। এসব অসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।’

এ সময় সদ্য বিদায়ী এই মন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় দক্ষ একজন রাষ্ট্রপরিচালক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিচক্ষণতার সঙ্গে নতুন এই মন্ত্রিসভা গঠন করেছেন। নতুনদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। কর্ম উদ্দীপনা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।’

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top