কাল পদ্মা সেতুতে বসছে ৬ষ্ঠ স্প্যান

দীর্ঘ ছয় মাস পর আগামীকাল বুধবার বসছে স্বপ্নের পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান। আগের পাঁচটি স্প্যানের সঙ্গেই জাজিরা প্রান্তে এটি বসানো হবে। স্প্যানটি বসানো হলে একসঙ্গে পদ্মা সেতুর প্রায় এক কিলোমিটার দৃশ্যমান হবে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভাসমান ‘তিয়ান-ই’ ক্রেনে করে স্প্যানটি জাজিরা প্রান্তে রওনা হয়। সেতু সংশ্লিষ্টরা বলছেন, সব ঠিকমতো হলে আগামী বুধবার স্প্যানটি বসানো হবে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ‘সকালে তিয়ান-ই ক্রেনে করে জাজিরা প্রান্তে রওনা দিয়ে এখন স্প্যানটি পিলার ১৬ এর কাছে পৌঁছেছে। জাজিরা প্রান্তে পৌঁছার পর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ধূসর রঙের স্প্যানটি বসানো হবে। জাজিরা প্রান্তে ষষ্ঠ স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে সেতুর ৯০০ মিটার।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী তিনদিনের মধ্যে স্প্যান বসানোর কাজটি সম্পূর্ণ করা। পিলারের কাছে পৌঁছানোর পরই স্প্যান বসানোর কাজ শুরু হবে।’

জাজিরা প্রান্তের ৩৩ নম্বর পিলার পর্যন্ত ধারাবাহিকভাবে স্প্যান বসিয়ে যাবেন বলেও জানান ওই প্রকৌশলী।

নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রকৌশলী বলেন, ‘নদীতে ড্রেজিং কাজ সম্পূর্ণ করার পর জাজিরা প্রান্তে স্প্যান নেওয়া হচ্ছে। এই ড্রেজিংয়ের কারণেই কিছু দেরি হলো। এটি জাজিরা প্রান্তে সেতুর ষষ্ঠ স্প্যান।’

পদ্মা সেতুর ৪২টি পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসবে। সেতুর ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পাঁচটি স্প্যান আগেই বসানো হয়েছে। এ ছাড়া মাওয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর পিলারের স্প্যান (সুপার স্ট্রাকচার) ‘ওয়ান এফ’ আপাতত সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর রাখা হয়েছে।

Scroll to Top