পুরান ঢাকায় আর কেমিক্যাল গোডাউন রাখতে দেব না: সাঈদ খোকন

রাজধানীর পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর তিনি একথা বলেন।

মেয়র বলেন, \’পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আর এখানে কেমিক্যাল গোডাউন রাখতে দেব না। এ জন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেয়া হবে।\’

অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার রাত সাড়ে ১০টার পর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশে হাজী ওয়াহেদ মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের আরও চারটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করলেও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে থাকবে বলে জানান তিনি।

Scroll to Top