ভিসির বাসভবনে অবস্থান ছাত্রদলের, বিক্ষোভ মিছিল ৪ ছাত্র জোটের

:ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থায় নিয়েছে ছাত্রদল। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী চার ছাত্রজোটের প্রার্থী ও তাদের সমর্থকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন।

দুপুর ২টার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। একই ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে জোটের প্রার্থীরা।

ওই চার জোট হচ্ছে বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভিসির বাসভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় ‘প্রহনের নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেন।

ভিসির কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির বাসভবনের দিকে যান।