করোনাভাইরাসে বেসামাল হয়ে পড়ছে আমিরকা, ২৩ হাজার ছাড়াল মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ক্রমেই বেসামাল হয়ে পড়ছে আমিরকা। এরই মধ্যে দেশটিতে আক্রান্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৭ হাজার ১৭৩ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৪৪ জনে।

কর্মকর্তারা বলেন, সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এই মহামারী সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারে।

বিশ্বের তৃতীয় বৃহৎ জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্রে যে কোনো দেশের তুলনায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। এই ভাইরাসে নিউইয়র্কে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনসংখ্যাবহুল শহর নিউইয়র্কে ৮৪ লাখ মানুষের বাস।

সোমবার ওয়াইয়োমিং রাজ্যে থেকেও একজনের মৃত্যুর খবর এসেছে। অর্থাৎ করোনার ছোবল থেকে এখন দেশটির কোনও একটি রাজ্যও মুক্ত নয়।

ভাইরাসটি রুখতে দেশটির বিভিন্ন অঞ্চলে ‘ঘরে থাকার’ নির্দেশ জারি করা হয়েছে। এতে মার্কিন অর্থনীতি চাপে পড়ে গেছে।
: রয়টার্স

Scroll to Top