করোনা: নারায়ণগঞ্জে ১২ গার্মেন্টসের অর্ধশতাধিক শ্রমিক শনাক্ত

দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনার মহামারী। নারায়ণগঞ্জের ১২টি গার্মেন্টসে প্রায় অর্ধশতাধিক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে এ তথ্য জানান তিনি। আক্রান্ত শ্রমিকদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন বলেন, নারায়ণগঞ্জে ১২টি শিল্প প্রতিষ্ঠানে অর্ধশতাধিক শ্রমিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পুরো হিসেবটা আমার কাছে নেই, তবে প্রতিদিনই শ্রমিকদের আক্রান্ত হবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত ফকির নীটওয়্যার নামক গার্মেন্টসে।

আক্রান্ত শ্রমিকরা সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন, তবে আপাতত কোনো প্রতিষ্ঠান শাটডাউন করা হবে না। গার্মেন্টস কর্তৃপক্ষ আক্রান্তদের চিকিৎসার দেখভাল করবে। পাশাপাশি তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে।

Scroll to Top