দীর্ঘ ২ মাস পর নারায়ণগঞ্জে বাস চলাচল শুরু

করোনাভাইরাসের মহামারীর কারণে নজিরবিহীন দীর্ঘ ২ মাস ৮ দিন পর নারায়ণগঞ্জ জেলায় বাস চলাচল শুরু করেছে।

আজ সোমবার সকাল থেকে দীর্ঘ ২ মাস ৮ দিন পর গণপরিবহনগুলো যাত্রী নিয়ে চলাচল শুরু করে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জসহ সারাদেশ থেকে চলাচলকারী সব ধরনের গণপরিবহন গত ২৪ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

আজ সকাল থেকে বিভিন্ন যানবাহনে নির্দেশনা মেনেই যাত্রী উঠানামা করতে দেখা গেছে। প্রতিটি বাস মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ।

ফলে বাস মালিকদের দাবির প্রেক্ষিতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, যা করোনাকালের জন্য প্রযোজ্য হবে বলে সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো ভাড়া আদায় করতে হবে।

Scroll to Top