জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন একবারই, থাকছে আপিলের সুযোগ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল হয়ে গেলে তার বিরুদ্ধে আপিলের বিষয়ে নীতিমালা করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আর খসড়া নীতিমালায় এনআইডি সংশোধনের জন্য একবারই আবেদন করা যাবে।

একবার আবেদন বাতিল হয়ে গেলে আর এ বিষয়ে সংশোধনের আবেদন করা যাবে না। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে জানান, আমরা আপাতত খসড়া নীতিমালার কাজ করছি। এখনো চূড়ান্ত কিছুই হয়নি। খসড়া করা হলে কমিশন সভায় উপস্থাপন করা হবে। তখন কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এনআইডি সংশোধনের আবেদন বাতিল হয়ে গেলে এতোদিন শুধু ইসি সচিবালয়ে আপিল করা যেত। নাগরিকদের সুবিধার জন্য এখন মাঠ পর্যায়েও আপিল আবেদন করার সুযোগ দিতে চায় কমিশন। আর এ জন্য আপিল পদ্ধতি ও নিষ্পত্তি সংক্রান্ত খসড়া নীতিমালার ওপর সুপারিশ বা মতামত দিতে মাঠ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে।

Scroll to Top