শুক্রবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে

৫ মে, শুক্রবার রাতে ঘটবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছে। ৪ মে, বৃহস্পতিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ৯টা ১৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে রাত ১১টা ২২ মিনিটে। শেষ হবে রাত ১টা ৩১ মিনিটে।

এ গ্রহণটি একটি উপচ্ছায়াজনিত গ্রহণ। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, এই চন্দ্রগ্রহণ দেখার জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভবনের ছাদে টেলিস্কোপ স্থাপন করা হবে। আকাশ পরিষ্কার থাকলে সাধারণ দর্শকরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে এ চন্দ্রগ্রহণ দেখতে পারবেন।

Scroll to Top