কর্মীদের বাসায় গিয়ে খোঁজ নিচ্ছেন ইশরাক

মহামারী করোনায় দেশের প্রায় সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পালন করছেন বিভিন্ন কর্মসূচি। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায়দের বাসায় গিয়ে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’র রমজান ফুড প্যাক বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেইসাথে এই লকডাউনে নগরীর নেতা-কর্মীদের সার্বিক অবস্থা সরেজমিনে খোঁজ-খবর নিতে মহল্লায় মহল্লায় ছুটে বেড়াচ্ছেন তিনি।

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ঘোষিত প্রজেক্ট ‘ঢাকা এইড’ কর্মসূচির মাধ্যমে নগরীর অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সোমবার রাজধানীর কোতওয়ালীর কুমারটুলি, বাদামতলী, পাটুয়াটুলী এবং বাবুবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন মহল্লার বাসায় বাসায় এসব সামগ্রী পৌঁছে দেন তিনি।

এই এলাকায় প্রায় ৫শ প্যাকেট বিতরণ করা হয় সাদেক হোসেন খোকার ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্যাকেট বিতরণের পাশাপাশি লকডাউনে আটকে পড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বাসায় গিয়েও তাদের সার্বিক খোজ খবর নেন তিনি।