‘বিএনপি নির্বাচন কমিশনকে গ্রহণ করেছে’

বিএনপি নির্বাচন কমিশনকে গ্রহণ করে সংলাপে অংশগ্রহণ করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়েও বিএনপি প্রশ্ন তুলেছিল। বিএনপি নির্বাচন কমিশনে সংলাপে অংশগ্রহণ করায় সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায়। আমরা আশা করি তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে।’

রোববার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশনের সংলাপ শেষ করে খোশমেজাজে ছিল। কিন্তু তাদের খোশমেজাজে শেষ পর্যন্ত যেন থাকে। ’

সংবিধানের বাহিরে কোন দাবি না করতে তিনি বলেন, ‘আপনারা অবাস্তব অবান্তর সংবিধান ব্যাতি রেখে প্রস্তাব দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। এজন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি।’

বিএনপির দাবি প্রসঙ্গে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ‘আপনারা (বিএনপি) বলেছেন সংসদ ভেঙে দিতে হবে। কিন্তু সংবিধানে তো নেই সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। আপনারা চান সেনাবাহিনি দিয়ে পুলিশের কাজ করাতে। সেনাবাহিনির একটা সুনাম আছে। তাদের সুনাম, মান মর্যাদা নষ্ট করার চেষ্টা করবেন না। তাদেরকে দিয়ে পুলিশের যে দায়িত্ব পালন করে সে দায়িত্ব পালন করানোর চেষ্টা করবেন না।’

হাছান মাহমুদ বলেন, ‘সরকারের অধীনে নয়, নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন অনুযায়ী কাজ করবে। তাই সকল রাজনৈতিক দলের সংলাপ নির্বাচন কমিশনের সাথে হচ্ছে।’

রোহিঙ্গা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ক মন্ত্রী বলেছেন প্রতিদিন ১০০ জন করে রোহিঙ্গা সে দেশে ফেরত নিবেন। যদি তা হয় তাহলে ২৭ বছর লাগবে ৬ লাখ রোহিঙ্গাদের ফেরত নিতে।’

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গাদের অাশ্রয় দেয়ার মাধ্যমে যেখানে সারা বিশ্ব শেখ হাসিনার প্রশংসা করছে সেখানে একটি দল ও সেই দলের নেত্রী শেখ হাসিনার প্রশংসা করতে ব্যর্থ হয়েছেন। তারা (বিএনপি) নেতিবাচক রাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি।’

সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপত্বিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল হক টুকু, সানজিদা খানম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ১৬ অক্টোবর    ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস পি