কদমতলীতে অসহায়দের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাবার বিতরণ

কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ও হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট্রের সৌজন্যে করোনা প্রতিরোধ সামগ্রী মাস্ক ও সেনিটাইজার এবং খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার রাজধানীর কদমতলীতে অসহায়দের মধ্যে এ সব সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ, বিশেষ অতিথি ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট্রের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, জাতীয় জোট বাংলাদেশের আহ্বায়ক শেখ শহিদুজ্জামান, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, লেবার পার্টির মহাসচিব আকতার হোসেন, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের ভারপ্রাপ্ত মহাসচিব নাফিজ মাহবুব, এডভোকেট কাজী রুবায়েত হোসেন, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন মীর, প্রেসক্লাবের উপদেষ্টা আবদুল মালেক।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এইচ শিবলী। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন, কদমতলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পূর্বাঞ্চল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহর্য়াদী, জুরাইন প্রেসক্লাবের সিনিয়রসহ সভাপতি রিদওয়ান আবিদ চৌধুরী জয় প্রমুখ।