নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচারণায় আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা জান-মালের ক্ষতি করবে, এটা করতে দেবো না। নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে আমাদের কোনো আপত্তি নেই। তবে রাজনৈতিক দলের কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে।’

আজ রোববার (৩১ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে।’

বিএনপি একটি রাজনৈতিক দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) রাজনৈতিক কৌশল রয়েছে… রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়।’

আসাদুজ্জামান বলেন, তারা (বিএনপি) প্রেস ক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাঁধা দিচ্ছি না। কিন্তু তারা রাস্তা-ঘাট বন্ধ করবে, জান-মালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেব না।

শোক দিবসের সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিডের মহামারি এখনও শেষ হয়নি। সেজন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান করার জন্য আমরা অনুরোধ রেখেছি। সব অনুষ্ঠানস্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে, যাতে করে কোনোরকম অসুবিধা সৃষ্টি কেউ না ঘটাতে পারে।’

Scroll to Top