বিএনপি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারবে: তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

বিএনপিকে বিষধর সাপ আখ্যায়িত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, তারা এখন পদযাত্রা করছে, কিন্তু সুযোগ পেলেই ছোবল মারবে। তাই দলের নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে বিএনপি আবারও আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে। যারা ২০১৪ ও ২০১৫ সালে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। শত শত গাড়ি, ট্রেনে আগুন দিয়ে পুড়িয়েছিল। শত শত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে ভস্মিভূত করেছিল।’

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে বাসায় ফেরার পথে রংপুরের একজনকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। রংপুরের এক ট্রাক চালককে ঘুমন্ত অবস্থায় জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। তারা সেই রাজনীতি করতে চায়। কিন্তু এবার দেশের জনগণ তাদের অতীত সন্ত্রাসী কার্যকলাপ দেখেছে। তাদের আর সে সুযোগ দেবে না।’

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আরও বলেন, ‘আমরা মাঠ ছাড়বো না। জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে মাঠ ছেড়ে যাবো। তার আগে মাঠ ছেড়ে যাবো না।’

আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপির যে কোনও অরাজকতা আর সন্ত্রাসের বিরুদ্ধে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিৎ রায় নন্দি, কেন্দ্রীয় কার্যকরী সদস্য সফুরা খাতুন , রংপুর ২ আসনের সাংসদ ডিউক চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আবুল কাশেমসহ অন্যন্য নেতারা।