বিএনপি ডাকা অবরোধে ৪৩ ঘণ্টায় ১৪ যানে আগুন

বিএনপি-জামায়াত ও সমমনা অন্য বিরোধী দলগুলোর ডাকা অবরোধ চলাকালীন গত ৪৩ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ১৪টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ১১টি বাস, দুইটি নছিমন ও একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দিনগত রাত থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে (শনির আখড়া, উত্তরা, মিরপুর, সায়েদাবাদ, মুগদা, তেজগাঁও, সূত্রাপুর) ৮টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) একটি, রাজশাহী বিভাগে (নাটোর) একটি ও রংপুর বিভাগে (দিনাজপুর) একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিসংখ্যানে দেখা গেছে, দিনে চেয়ে রাতেই বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে- ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করেছে।

প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় অবরোধ পালন করে দলটি।

পরে ৬ নভেম্বরই আসে তৃতীয় দফা অবরোধের ঘোষণা। শনিবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেয় বিএনপি ও সমমনারা। যা এখন চলছে।

 

Scroll to Top