হরতালে সারাদেশে বাস চালানোর সিদ্ধান্ত পরিবহন মালিক সমিতির

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গত শনিবার সমিতির এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সমিতির প্রায় ১২০টি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

গত শনিবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো। অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে সমিতির বিবৃতিতে।

মালিক সমিতি দাবি করেছে, সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াতের দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারা দেশে ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ সময় ২২৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

Scroll to Top