অবরোধে জনগণের কোনো সম্পৃক্ততা নেই: তথ্যমন্ত্রী

বিএনপি যে অবরোধ ডেকেছে এখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাদের (বিএনপি) কর্মী সমর্থকদেরও কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, হঠাৎ করে গাড়ির মধ্যে বোমা নিক্ষেপ করা এটি কোনো রাজনীতি হতে পারে না। এটি কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হতে পারে না। আবার তারা (বিএনপি) আন্দোলনকে আউটসোর্সিং করেছে। তাদের কর্মী পাওয়া যায় না, যারা মাদকাসক্ত তাদের কিছু টাকা পয়সা দিয়ে গাড়ি পোড়াতে পেট্রল বোমা নিক্ষেপ করাচ্ছে।

বিএনপি তাদের আন্দোলন আউটসোর্সিং করে এখন নেশাখোরদের হাতে দিয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এসব নেশাখোরদের সঙ্গে ওদের কর্মীরাও আছে। এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গাড়ি-ঘোড়ায় আগুন দেওয়া কখনো আন্দোলন হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে রক্ষা করতে হবে।

Scroll to Top