যেসব বিল পরিশোধ না করলে বাতিল হবে মনোনয়ন

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিলের আগেই ইউটিলিটি বিল পরিশোধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গত রোববার সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে ইসি। সেখানে বলা হয়েছে, ইউটিলিটি বিল পরিশোধ না করলে মনোনয়নপত্র বাতিল হবে।

নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে প্রার্থীরা টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিশোধ করেছেন কি না তা নিশ্চিত হতে হবে।

Scroll to Top