স্বতন্ত্র প্রার্থীদের শক্তি ও সামর্থ্য আছে বলেই নির্বাচনে নেমেছেন। আমরা তাদেরকে বলেছি, তারা মাঠে থাকবেন। তাদের অভিযোগ শুনেছি, বলেছি শেষ সময় পর্যন্ত মাঠে থাকতে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
পরে ক্ষমতাসীনরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর প্রভাব বিস্তার করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি কথাগুলো বলেন। ইসি আনিছুর আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীদেরকে মাঠে থাকতে হবে। তারা কর্মী-সমর্থকদের মাঠে ফেলে রেখে গেলে দায়িত্বহীনতার কাজ হবে।