আমরা মহাজোটে নেই, আসন ভাগাভাগি করিনি : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই। আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা মহাজোটে নেই,আগে ছিলাম এখন নেই। এজন্য অনেকে আমাদের ভুল বুঝছে। আমরা আসন ভাগাভাগি করিনি, আমরা কোথাও প্রার্থী প্রত্যাহার করিনি। আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের স্বার্থে আলোচনা করেছি। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি অনেক আসনে বিজয়ী হবে।

জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। তাই নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হলে আমরা অনেক আসন পাবো। বেশ কিছু দিন চুপ থাকার কথা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমি দীর্ঘদিন নিশ্চুপ ছিলাম। নির্বাচনের তফসিল ঘোষণার সময়টা আমার জন্য এবং আমার দলের খুবই গুরুত্বপূর্ণ। আমার ভুল পদক্ষেপ আমাকে ও আমার দলকে খাদে ফেলে দেবে। নির্বাচনে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই। সংসদ থাকা লাভজনক, যার কারণে আমরা নির্বাচনে গিয়েছি।

জিএম কাদের বলেন, আপনারা জানেন, আমাদের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ দল ভাঙার ষড়যন্ত্র। আমাদের দলের ভেতর অস্থিতিশীলতা ঢুকিয়ে রাখা হয়েছিল। যার কারণে আমরা স্বতন্ত্র থেকেও অনেক সিদ্ধান্ত নিতে পারিনি। জাপা চেয়ারম্যান বলেন, আপনারা জানেন, একটি বড় দল (বিএনপি) নির্বাচনে আসেনি। তারা একদফা আন্দোলন করছে। দেশে আন্দোলন চলছে, যদিও যানবাহন চলছে, মানুষের স্বাভাবিক জীবনযাপন চলছে, তথাপিও মানুষের মাঝে উৎকণ্ঠা রয়েছে। সবমিলিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।

Scroll to Top