মনের ময়লাও আছে তা পরিষ্কার করতে হবে: ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এলাকার ময়লা আবর্জনার পাশাপাশি কিছু মানুষের মনের ময়লা পরিষ্কার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গতকাল রোববার জয়ের পর নিজের ফেসবুক পেজে ব্যারিস্টার সুমন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি যেভাবে আগে সফল হয়েছি, একইভাবে এখনও চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হব। এ ছাড়া পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা। ময়লা বলতে শুধু পানির মধ্যে না, কিছু মানুষের (মনের) মধ্যেও ময়লা আছে তা পরিষ্কার করতে হবে।’

ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ নেতা। ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতাও।.

নিজের এলাকা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আর সে জন্য অন্য যেকোনো এমপির চেয়ে আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। নিজের শরীরটা এবং সততাকে পুঁজি করে ইতিহাস গড়তে চাই আমি।’

Scroll to Top