কূটনৈতিক সম্পর্ক রক্ষায় বিশেষ পারদর্শী শেখ হাসিনা: মাইকেল কুগেলম্যান

ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, শেখ হাসিনার ইতিবাচক দিক হলো তিনি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় বিশেষ পারদর্শী। তিনি ভারত ও চীন দুই দেশের সঙ্গেই যেমন ভালো সম্পর্ক রাখেন তেমনই পশ্চিমা দেশের সঙ্গেও সম্পর্কের ভারসাম্য রক্ষা করেন। সূত্র ডয়েচে ভেলে।

কুগেলম্যান বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যারা ভারতের মতো দেশের কাছে নতি স্বীকার করার পরিবর্তে ভারসাম্য বজায় রাখার শক্তিশালী ক্ষমতা দেখিয়েছে।

তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ কোনো পক্ষ বেছে নিতে বাধ্য হবে না এবং পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবে।

তিনি বলেন, এতে লাভ হলো, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সাফল্যের সঙ্গে বৃহৎ শক্তির প্রতিযোগিতার সুবিধা ভোগ করছে। সূত্র , ইউএনবি।

কুগেলম্যান জানান,যুক্তরাষ্ট্র তথ্য পেয়েছে চীন বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটিতে অর্থায়ন করছে।

Scroll to Top