যুক্তরাষ্ট্র আমাদের সাথে কাজ করতে চায়: বিমানমন্ত্রী

বাংলাদেশের বিমানের সঙ্গে যুক্তরাষ্ট্র বোয়িং বিমান যুক্ত করতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মতের অমিল থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন খাতে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সাথে কাজ করতে চায়। তাদের সাথে আমাদের মতের অনেক অমিল থাকতে পারে। তারপরও দুই দেশ একসাথে কাজ করবো বিভিন্ন খাতে।

ফারুক বলেন, সিভিল এভিয়েশনের উন্নয়ন নিয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এছাড়া, যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইটের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে সেখান থেকে একটি প্রতিনিধি দল আসবে এ বছরেই।

বৈঠক শেষে পিটার হাঁস বলেন, এয়ারবাসের মত বোয়িংও বাংলাদেশের কাছে বিমান বিক্রি করতে চায়। তবে ক্রয়ের প্রতিযোগিতায় স্বচ্ছতা চাই আমরা।

Scroll to Top