রওশনপন্থিতে যোগ দিলেন কাজী ফিরোজ রশীদ

জাতীয় পার্টির রওশন এরশাদ পন্থিতে যোগ দিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। নিজেকে এ অংশের সম্মেলনের কনভেইনর উল্লেখ করে তিনি জানান, এ অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ।

আজ রোববার রাতে রওশন এরশাদের বাসভবনে দেখা করতে এসে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ দলের সবার অভিভাবক। তার আহবানে সারা দিতে হবে।

দলটির এই অংশে তিনি যোগ দিচ্ছেন কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি ফিরোজ রশিদ। পরে মহাসচিব কাজী মানুনুর রশীদ জানান, দলের সিনিয়র নেতারা যুক্ত হওয়ায় নেতা কর্মীরা আরও চাঙ্গা হবে। আগামী সম্মেলনে কাজী ফিরোজ রশিদকে কনভেনরের দ্বায়িত্ব দিয়েছেন রওশন এরশাদ।

এর আগে গত ১২ জানুয়ারি সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদকে দল থেকে অব্যাহতি দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

২০১৪ সাল থেকে ঢাকা-১৪ সংসদ সদস্য ছিলেন কাজী ফিরোজ রশীদ। দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাঈদ খোকন এ আসনে লড়ছেন। আসন সমঝোতায় বাদ পড়ায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

Scroll to Top