বিএনপি পরোক্ষভাবে এখনও বন্দি: মির্জা আব্বাস

জামিনে মুক্তি পেলেও বিএনপির নেতা-কর্মীরা ‘এখনো পরোক্ষভাবে বন্দি’ বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। আজ সোমবার শাহজাহানপুরস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বিএনপির সব নেতাকর্মীকে এখনও ইনডাইরেক্টলি বন্দি করে রাখা হয়েছে… এখনও পর্যন্ত আমরা বন্দিই আছি। আমরা এখনও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। ভয় লাগে কখন পুলিশ আসে, কখন নিয়ে যাবে। দেশের জনগণ ও জাতি আজকে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।’

মির্জা আব্বাস বলেন, ‘রমজান শুরু হচ্ছে। আমি আওয়ামী লীগের শাসনামলে কোনও একটা সময় পাইনি যে, এই দেশের লোক স্বস্তিতে রমজান পালন করেছে। আমি বাজারে কম যাই, কিন্তু বাজারের টাকাটা আমাকেই দিতে হয়। আমি খেয়াল করলাম— যে টাকা আগে দিতাম, এখন বেশি টাকা দিলেও সেই টাকায় হয় না। বাজারের জন্য কাউকে টাকা দিলে বলে যে— স্যার, এই টাকায় হবে না। যে মাছটা কিনে ছিলাম এত টাকা দিয়ে সেই মাছটা আরও বেশি টাকা দাম। আমার বিশ্বাসই হয় না।’ ‘মাঝে মাঝে একটা কৈ মাছের দাম শুনে অবাক লাগে… ভাবতেই পারি না। জেলখানায় একটা ডিমের দাম ২০ টাকা… আমি শুনে আকাশ থেকে পড়লাম।’

Scroll to Top