politician manna

এবার উপজেলা নির্বাচনও বয়কট করছে জনগণ: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংসদ নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচনও বয়কট করছে জনগণ। বিরোধী দলহীন উপজেলা নির্বাচনেও কেন্দ্র দখল, ব্যালটে সিল মারা, প্রতিপক্ষের ওপর হামলা আরেকবার প্রমাণ করল এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বুধবার বিকালে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। ২০১৪ সাল থেকে পরপর তিনবার ক্ষমতাসীনরা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তারা ধ্বংস করেছে। দেশের জনগণ এই সরকারের ভোটের সার্কাস বর্জন করেছে।

তিনি বলেন, এ সরকারকে বিদায় করে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশে কোনো পর্যায়ের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে না। শেখ হাসিনার অধীনে ন্যূনতম গ্রহণযোগ্য কোনো নির্বাচন সম্ভব নয়।

Scroll to Top