bnp

২১৭ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

দলীয় সিদ্ধান অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় এ পর্যন্ত ২১৭ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ রবিবার দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট চার ধাপে ২১৭ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জন, তৃতীয় ধাপে ৫৫ জন এবং চতুর্থ ধাপের ভোটে অংশ নেওয়ায় ১৩ জনকে বহিষ্কার করেছে দলটি।

প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত ৮ ও ২১ মে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলায় ভোট গ্রহণ হয়। তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে। এ ছাড়া চতুর্থ ধাপের নির্বাচন আগামী ৫ জুন।

Scroll to Top