awami

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে ১০ দফা কর্মসূচি

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫ বছর পূর্তি) উদযাপন উপলক্ষে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করেন।

প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ১০ দফা কর্মসূচি হলো :

১. ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং নাগরিক সমাজ ও পেশাজীবী নেতাদের আমন্ত্রণ;

২. কেন্দ্রসহ সব সাংগঠনিক শাখায় বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ, তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ;

৩. রাজধানী ঢাকায় বর্ণাঢ্য ও আনন্দ শোভাযাত্রার আয়োজন, একই সঙ্গে সব দলীয় কার্যালয় ও স্থাপনায় আলোকসজ্জা, আনন্দ শোভাযাত্রা, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনাসভার আয়োজন;

৪. সারা দেশে এতিমখানা ও হাসপাতালে এবং কর্মজীবী, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ;

৫. শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন, পুরস্কার হিসেবে ‘গ্রাফিক নভেল : মুজিব’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান;

৬. ক্রোড়পত্র, বিশেষ স্মরণিকা ও গ্রন্থ প্রকাশ এবং পোস্টার, ব্যানার ও আলোকচিত্র প্রদর্শনী, বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজ্যুয়াল কনটেন্ট প্রচার;

৭. বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন;

৮. ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ;

৯. দলের সব স্তরের প্রবীণ নেতাদের সম্মাননা প্রদান;

১০. দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ, এ লক্ষ্যে দেশের সব জেলা, মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, সারা দেশের সড়ক, মহাসড়কের দুই পাশে ও সড়ক বিভাজকে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙিনা, নদী, খাল-বিল ও জলাশয়ের দুই পারে বৃক্ষরোপণ। একইভাবে মহানগরসহ সব শহরের ছাদে ও ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।

বিবৃতিতে ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে জেলা বা মহানগর, উপজেলা বা থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখায় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে দেশে ও প্রবাসে আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আহবান জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা গৌরবোজ্জ্বল। সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সব প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক।

Scroll to Top