bnp

চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির নির্বাহী কমিটিতে ৬ নতুন মুখ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে ১ জন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে ৫ জনকে মনোনীত করা হয়েছে। শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মনোনীত ৬ জনের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হয়েছেন মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন সদস্য।

এছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছেন জাহান পান্না (রাজশাহী), নাজমুন নাহার বেবী (চাঁদপুর), মো. মাইনুল ইসলাম (টাঙ্গাইল), আজম খান (দক্ষিণ আফ্রিকা) ও বেলায়েত হোসেন মৃধা (নরসিংদী)।

Scroll to Top