বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে টাউন ফুটবল মাঠে এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে আপনাদের নেতৃত্ব দেবেন, আর নির্বাচন করবেন। দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশের মানুষ তাদের দেশে জায়গা দেবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত করেছি বাংলাদেশ। দ্রব্যমূল্যর দাম কমাতে হবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে।’
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে সহনীয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ নানা দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপি এ জনসভার আয়োজন করে।
প্রধান অতিথি আরও বলেন, ‘বিগত তিন বার নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। কী হয়েছে অতীত ইতিহাস দেখেন। যুগে যুগে মানুষ আন্দোলন করেই দাবি আদায় করেছে। বিগত ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব আন্দোলন হয়েছে। সবশেষ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালিন সরকার হয়েছে। হাসিনা বিএনপির নেতাদের গুম-খুন করেছে। সাধারণ ছাত্রদের হত্যা করেছে। বাংলার মাটিতে তাদের বিচার হবে।’
বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সঞ্চলনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদকমো. শরীফুজ্জামান শরীফ।