জনগণের আন্দোলনের এক বছরেও আশা-প্রত্যাশা পূরণ হয়নি: নুর

দেশের জনগণ যে আশা নিয়ে আন্দোলন করেছিল, সে আশা-প্রত্যাশা এক বছরেও পূরণ হয়নি—বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এসময় জুলাই মাস উপলক্ষে ১১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সোমবার (৩০ জুন) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, জাতীয় ঐকমত্যের সাথে সংখ্যানুপাতিক নির্বাচনে হলে দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানলেও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবিও জানান নুর।

Scroll to Top