খালেদা জিয়া দেশে ফিরবেন কি না সন্দেহ কামরুলের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আর দেশে ফিরবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেছেন, ‘উনার (খালেদা জিয়া) কী ধরনের অসুস্থতা আমাদের জানা নেই। উনি লন্ডন থেকে আসার সময় দীর্ঘ হচ্ছে। উনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি গোলা পানিতে মাছ শিকার করে রাজনীতি করতে চাইছেন।’

রোববার দুপুরে জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আগরতলা ষড়যন্ত্র মামলার ২ নম্বর অভিযুক্ত আসামি মোয়াজ্জেম হোসেনের ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় কামরুল এই মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রোহিঙ্গা ইস্যুতে তিনি সব দূতাবাসে চিঠি দিচ্ছেন। সেই চিঠিতে কী লেখা আছে, সেই ভাষা জানা নেই সরকারের।

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে মন্ত্রী বলেন, ‘সমস্ত বিশ্ব যেখানে শেখ হাসিনার প্রশংসা করছে, সেখানে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা এখন দিশেহারা হয়ে গেছে।’

নাম উল্লেখ না করে সুশীল সমাজের কিছু প্রতিনিধির উদ্দেশে কামরুল ইসলাম বলেন, ‘যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একশ্রেণির সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। প্রকারান্তরে রাজনৈতিক পক্ষপাতিত্বও করছেন। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামসুল হক টুকু, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল হক ভূঁইয়া, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম