দিনাজপুরে সড়ক দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ এ দুর্ঘটনায় আহত শ্রী বাসুদেব (২২) রংপুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁকে নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল ৭টায় নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) ও রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বেড়া মালিয়া গ্রামের শ্রী বাসুদেবের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, সকালে দিনাজপুরগামী একটি ট্রাক বিরামপুর থেকে দলার দরগাহ যাওয়ার পথে উপজেলার চড়ারহাট এলাকায় তেলের পাম্পের সামনে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহত অবস্থায় শ্রী বাসুদেবকে উদ্ধার করে রংপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসুদেবের মৃত্যু হয়।