news

ভিত্তিহীন খবর প্রচার করে ব্যবসায়িক ক্ষতি করা যায় না

নিউইয়র্কভিত্তিক সাপ্তাহিক আজকাল নামে একটি গণমাধ্যমে ‘ইউর ড্রিম হোম কেয়ার’ নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার এম এ আজিজকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর তথ্য পরিবেশন করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মামাস পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এম এ আজিজ। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে ‘আজকাল’ পত্রিকায় যেসব বিষয় উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এম এ আজিজ দাবি করেন, গত ২৪ মে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল ‘ইউর ড্রিম হোম কেয়ারকে কারণ দর্শাও নোটিশ’ শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়। পুরো সংবাদটি মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও বিভ্রান্তিমূলক। রিপোর্ট দেখে মনে হয়েছে সংবাদটি আমার এবং আমার প্রতিষ্ঠান ইউর ড্রিম হোম কেয়ারের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। এ মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদটি আমার প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন করেছে। সেই সঙ্গে আমার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে।

প্রবাসের সংবাদকর্মীরাও তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন এম এ আজিজ। তিনি বলেন, অসামাজিক ও মর্যাদাহীন ব্যক্তিরা সমাজে নোংরামি ছড়ানো স্বাভাবিক। কিন্তু যখন কেউ কোনো সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন, তখন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হয়ে অপপ্রচার চালানো মোটেই কাম্য নয়। এর ফলে সংবাদপত্রের ওপর মানুষের যে আস্থা রয়েছে, তা হারিয়ে ফেলবে।

Scroll to Top