নাটোর জেলাকে লকডাউন ঘোষণা

গত দুই দিনে নাটোরে ৯ জন করোনায় আক্রান্ত হওয়া এবং করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সার্জনের গত ২৯ এপ্রিলের পাঠানো পত্র এবং ৩০ এপ্রিল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

আজ বেলা ৩টা থেকে জেলার বাইরে কোনো লোক যেতে বা আসতে পারবে না। এমনকি এক উপজেলার লোক অন্য উপজেলায় যেতে পারবে না। সকল ধরনের গণপরিবহন ও গলজমায়েত নিষিদ্ধ করা হলো।

সামাজিক দুরত্ব বলবৎ নির্দেশনা আগের মতেই বহাল থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, ওষুধের দোকান এবং সংবাদপত্র এই আদেশের বাইরে থাকবে। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ আজ বেলা ৩টা থেকে কঠোরভাবে এই নির্দেশ মেনে চলতে অনুরোধ জানান।