করোনাঃ রাজশাহীতে খুলছে না মার্কেট

সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী রবিবার (১০ মে) থেকে সারা দেশের মতো রাজশাহী নগরীর সব মার্কেট খোলা রাখার কথা ছিল। তবে শনিবার সন্ধ্যায় মেয়রের সঙ্গে বৈঠকে বসে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ। বৈঠক শেষে নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠানসহ মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে রাজশাহীর অন্যান্য উপজেলা সমূহের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

শনিবার সন্ধ্যায় রাজশাহী সিটি করপোরেশনে মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ও স্থানীয় পুলিশ প্রশাসনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের একত্রে আলোচনায় বসেন। আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, করোনা পরিস্থিতির কারণে নাগরিক ও ব্যবসায়ীদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হবে।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ব্যবসায়ীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রতিষ্ঠান না খোলার। ফলে রবিবার থেকে রাজশাহী নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলছে না। কবে মার্কেট খোলা হবে, এ বিষয়ে পরবর্তীতে বসে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।