আজ রাজশাহীতে অষ্টমীতে হলো কুমারি পূজা

আজ শনিবার (২৪ অক্টোবর) ছিল দূর্গাৎসবের মহাঅষ্টমী। এদিনের মূল আকর্ষণ কুমারী পূজা। রাজশাহী নগরীর সাগরপাড়া ঘোড়ামারাা ত্রিনয়নী মন্দিরে অষ্টমী পূজা বেলা ১১টায় শুরু হয়। নগরীর ৮৭টি মন্ডপে পুজা হলেও এই একটিতে কুমারী পুজা হয়।

কুমারী পূজায় অংশ নিতে মহানগরীর কুমারী কন্যাদের ঢল নামে ওই মন্দিরে। সকাল থেকেই কুমারীরা পূজা-অর্চনার জন্য অপেক্ষা করতে থাকে। পরে বেলা ১১টার কিছু আগে পূজা শুরু হলে কুমারীরা এতে অংশ নেয়।

কুমারী পূজার দেবীর আসনে বসানো হয় পঞ্চম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা সরকার বাবলীকে। তার বাবার নাম মনোজ এবং মায়ের নাম শ্বাশতী সরকার।