নাটোরে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী

বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ মার্চ) সকাল থেকে নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বাংলানিউজকে জানান, এখনও পর্যন্ত জেলার কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ জানান, ঢাকার মতো কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য জেলা প্রশাসন সজাগ আছে। তবে পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েনের প্রস্তুতিও রাখা হয়েছে।