আগামীকাল ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. এর প্রথম মৃত্যুবার্ষিকী

আগামীকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. এর ইন্তেকালের প্রথমবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার দৌলতপুর গ্রামে তাঁর রুহের মাগফিরাত কামনা ও জীবনশীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে ।

ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. ছিলেন ভারতীয় উপমহাদেশের ইলমে ক্বেরাতের অন্যতম কিংবদন্তী। তিনি ছিলেন বাংলাদেশে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও ইলমে ক্বেরাতের পথপ্রদর্শক। যিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যেনো বিশুদ্ধ শিক্ষার প্রসার ঘটে।

এ লক্ষ্যে তিনি দীর্ঘ ৫৪ বছর এ চেস্টা চালিয়ে গেছেন । ক্বারী ইউসুফ ১৯৩৮ সালে চট্টগ্রামের পটিয়া থানার দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী ছিলেন । গতবছরের ১৮ এপ্রিলে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন ।