কাবার ইমাম হতে চান হাফেজ বশির

ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশি হাফেজ বশিরের লক্ষ্য ভবিষ্যতে মসজিদুল হারামের ইমাম হওয়া।

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন বলেন, বড় হয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স বিষয়ে পড়াশোনা করতে চাই এবং মসজিদে হারামের (কাবা শরিফ) ইমাম হতে চাই ।

এ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩৮ বছরের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ।

হাফেজ বশির আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির। সে প্রতিযোগিতা শেষে হাফেজ বশির ঘোষণা দিয়েছিলেন ২২ ফেব্রুয়ারির প্রতিযোগিতায় আমিই প্রথম হবো।

Scroll to Top